রায়গঞ্জ: ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, এমন অভিযোগে চাঞ্চল্য করনদিঘির মাচোলে, তদন্তে পুলিশ
ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, এমন অভিযোগে চাঞ্চল্য করনদিঘির মাচোলে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ৷ বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম জিনারুল হক, বয়েস আনুমানিক ২৪ বছর, বাড়ি করনদিঘির মাচোলে। পরিবারের দাবী মঙ্গলবার বিকালে নিজের ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। কিন্তু কেনও সে এভাবে আত্মঘাতী হোলো তা বুঝে উঠতে পারেনি পরিবার বলে দাবী।