পাড়া: স্ত্রী খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার সাঁওতালডি থানার ডুমুরডিহা গ্রামে
Para, Purulia | Nov 8, 2025 পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে নৃশংস স্ত্রী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, শনিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন ডুমুরডিহা গ্রামের বাসিন্দা সুবল দেশওয়ালি নামে এক ব্যক্তি। নিহত মহিলার নাম নয়ন দেশওয়ালি বয়স আনুমানিক ৩৪ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুবল দেশওয়ালি স্ত্রীকে হত্যা করার পর নিজেই সাঁওতালডি থানায় গিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থ