নবদ্বীপ: মহাপ্রভু পাড়ায় ইয়ং স্টাফের পরিচালনায় বুড়িমা সহ একাধিক জায়গায় শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার আরাধনায় মেতে উঠলেন ভক্তরা
Nabadwip, Nadia | Oct 30, 2025 বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে একযোগে নবদ্বীপ পৌরসভার ২নং ওয়ার্ডের মহাপ্রভু পাড়া সহ একাধিক জায়গায় শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো বা আরাধনায় মেতে উঠলেন ভক্তরা,বিগত বছরের ন্যায় এ বছরও মহাপ্রভু পাড়া ইয়ং স্টাফের পরিচালনায় ৪র্থ বর্ষ নবদ্বীপের বুড়িমা নামে খ্যাত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো বা আরাধনায় ব্রতী হলেন ভক্তরা,এছাড়াও শহরের দ্বিতীয় বারোয়ারী যুব শক্তি ক্লাব পরিচালিত বুড়োশিবতলা রোড বড়মা নামে খ্যাত ৩য় বর্ষ জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী হলেন সদস্যরা।