কোচবিহার ১: বড় সাফল্য কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের, আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার এক
বড় সাফল্য কোতোয়ালি থানার পুলিশের, আপনি অস্ত্রসহ গ্রেপ্তার এক।এদিন কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে,গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু কপিল দেব দায়ের নেতৃত্বে পুলিশ কোচবিহার শহরের পলাশবাড়ী রোডে অভিযান চালায় এবং এক ব্যক্তিকে আটক করে।পরবর্তীতে ওই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে একটি দেশী আগ্নেয়াস্ত্র সহ তিনটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।