রাতের অন্ধকারে এক ব্যক্তির ট্রেকারের ব্যাটারি চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের কার্তিকপুর বাজারে। সোমবার বেলা দশটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্রেকার মালিক বাপি বিশ্বাস। বাপি বলেন প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ কার্তিকপুরের অনাথ বন্ধু সমিতির বিপরীত দিকে টাকি রোডের ধারে ট্রেকার রেখে বাড়িতে যাই। সোমবার ভাড়ায় যাব বলে সকাল সাতটা নাগাদ ট্রেকারের কাছে আসি। দেখি ট্রেকারের সামনের