ক্যানিং ১: যোধপুর প্যালেস তৈরি হচ্ছে ক্যানিং এর মিঠাখালী সার্বজনীন এর পুজো মণ্ডপ
এবার পুজোয় যোধপুর প্যালেস দেখতে রাজস্থান যেতে হবে না, ক্যানিংয়ের মিঠাখালি সার্বজনীনের পুজো মন্ডপে আসলেই সেই উমেদ ভবন প্রাসাদ বা যোধপুর প্যালেস দেখতে পাবেন দর্শনার্থীরা। ৪২ তম বর্ষে এই পুজো উদ্যোক্তারা ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরে অবস্থিত রাজপ্রাসাদের আদলেই তৈরি করছেন মণ্ডপ। অন্যদিকে প্রতিমা তৈরিতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। দুধেরস্বর চালের শিষ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা।