রানিবাঁধ: নেতৃত্ব, সংস্কৃতি ও কর্মযোজনার সমন্বয়ে বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল লিপিদিরি গ্রামে
রানিবাঁধ বিধানসভার এক নম্বর মণ্ডলের উদ্যোগে লিপিদিরি গ্রামে অনুষ্ঠিত হলো বিজেপির বিজয়া সম্মেলনী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জেলার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, জেলা সম্পাদক দুখিরানী মুদী, মণ্ডল সভাপতি গৌতম মাহাতোসহ বহু নেতৃত্ব। সম্মেলনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য ও গান পরিবেশন করা হয়। পরে দলীয় নেতৃত্ব আগামী দিনের কর্মসূচি এবং সংগঠন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।