মেদিনীপুর: ফের হাতির উপদ্রব গ্রামের পাশে আমাঝরনা এলাকায়! আতঙ্কিত গ্রামবাসীরা সন্ধ্যা থেকেই নিলেন প্রস্তুতি
ফের হাতির উপদ্রব মেদিনীপুর সদর ব্লকের আমাঝরনা এলাকায়। রবিবার বিকেল থেকেই হাতির দল জঙ্গল থেকে গ্রামের পাশে চলে আসে। ফসলের ক্ষতি হবে এমন আশঙ্কা করে আগে থেকেই বনদপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি কিছুটা ছিল। এরপরে গ্রামবাসীরা নিজেদের মতো করে হাতিকে চাষের জমি থেকে দূরে রাখার জন্য সন্ধ্যে পর্যন্ত লড়াই চালিয়ে যায়। বনদপ্তরের কাছে অবিলম্বে বাড়তি তৎপরতার দাবি করেছেন গ্রামবাসীরা।