আমবাসা: আমবাসা টাউন হলে CRCSRE ত্রিপুরা এর উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হয় পার্পেল ফেয়ার
Ambassa, Dhalai | Sep 24, 2025 আজ আমবাসা টাউন হলে CRCSRE ত্রিপুরা এর উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হয় পার্পেল ফেয়ার। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার দিব্যাঙ্গজনদের মধ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা দিব্যাঙ্গজনরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দিনভর চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মা, দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক সুমিত কুমার পান্ডে,