কালচিনি: কালচিনি চৌপথি এলাকায় সড়কে বসে বিক্ষোভ দেখালো বন্ধ চিঞ্চুলা চা বাগানের শ্রমিকরা
কালচিনি ব্লকের বন্ধ চিঞ্চুলা চা বাগানের শ্রমিকরা শনিবার কালচিনি চৌপথি এলাকায় সড়কে বসে বিক্ষোভ দেখালো। এদিন সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত আলিপুরদুয়ার গামী সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ দেখায়। শ্রমিকদের সাথে সড়কে বসে অবরোধে সামিল হয়েছিলেন বিজেপি বিধায়ক বিশাল লামা। কুড়ি শতাংশ বোনাস প্রদানের দাবিতে পথ অবরোধ করেছে শ্রমিকরা। উল্লেখ্য শ্রমিকদের বোনাস না দিয়ে গতকাল বাগান কতৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। মাথায় হাত শ্রমিকদের। পুজোর সময় দিশেহারা শ্রমিকরা।