শীতলকুচি: রথেরডাঙ্গা মোর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক কে ধাক্কা মারলো আরেকটি ট্রাক, চাঞ্চল্য
সোমবার শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা মোড় এলাকায একটি ট্রাকে ধানের বস্তা লোড হচ্ছিল সেই সময় শীতলকুচি থেকে বড় মরিচার দিকে যাওয়ার পথে আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সদরে ধাক্কা মারে ফলে ট্রাকটির তেলের ট্যাংক বাঁকা হয়ে যায়। পরে স্থানীয়রা ওই ট্রাক টিকে আটক করে। যদিও কোন হতা হতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বুঝতে পারে তেমন কিছু হয়নি পরে পুলিশ চলে যায়।