গাজোল: জাম ডাঙ্গার খিরকি ডাঙ্গা গ্রাম এলাকায় মাটির ঘরের মেঝো থেকে একটি শিশু বাচ্চা বিষ ধর সাপের কামড়ে মৃত্যু হয়
Gazole, Maldah | Jun 9, 2025 গাজোলের জামডাঙ্গা গ্রাম এলাকায় সাপের কামড়ে মৃত্যু হল 3 বছর ১ শিশু বাচ্চার।জানা গিয়েছে বিষধর সাপের কামড়ে মৃত্যু ওই শিশু বাচ্চাটি নাম অলকা বাসকি। বয়স প্রয় তিন বছর। বাড়ি গাজোল ব্লকের জাম ডাঙ্গার খিরকি ডাঙ্গা গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাত্রিতে মাটির ঘরের মেঝেতে শুয়ে ছিল,ওই শিশু বাচ্চাটি হঠাৎ কান্না করে ওঠে। এরপর ওই শিশু বাচ্চার মা উঠে দেখে পাশে একটি বিষধর সাপ রয়েছে ও তার শিশু বাচ্চার পায়ে ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে । সেট