সোনামুড়া: ডিজে'র তালে কাঁঠালিয়া থানার ওসি'র উদ্দান নৃত্য! ভাইরাল ভিডিও
ডিজের তালে কাঁঠালিয়া যাত্রাপুর থানার ওসির উদ্দাম নৃত্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানাযায় রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার প্রতিমা নিরঞ্জন করা হয় যাত্রাপুর থানাধীন দশমী ঘাটে। রবিবার ছিল প্রতিমা নিরঞ্জনের শেষ সময়সীমা। এদিনের দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনে ডিজের তালে মেতে উঠলেন যাত্রাপুর থানার ওসি।