বারাসাত ১: বারাসাত চারের পল্লী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
বারাসাত চারের পল্লী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ৪৪ তম বর্ষে পদার্পণ করল বারাসাত চারের পল্লীর এই পুজো মন্ডপ। এবছর তাদের থিম বীরগাথা। মহাভারতের সময়কাল থেকে এই সময় পর্যন্ত বীর যোদ্ধাদের কাহিনী তুলে ধরা হয়েছে এই পূজা মন্ডপে। আর যা দেখতে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছে পূজা মন্ডপে।