পাঁশকুড়া: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ভাতা প্রদান সহ একাধিক দাবিতে DYFIকর্মীরা পাঁশকুড়া ব্লকে স্মারকলিপ প্রধান ও বিক্ষোভ দেখায়
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ভাতা প্রদান,নিকাশী ও খাল সংস্কারের,কর্মসংস্থানের দাবীতে, বাংলা ভাষীদের উপর আক্রমনের প্রতিবাদে পাঁশকুড়া ব্লক ডেপুটেশন DYFIকর্মীরা। সোমবার বিকালে DYFIকর্মীদেরকে নিয়ে বিডিও র নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন DYFIকেন্দ্রীয় কমিটির সদস্য সেক ইব্রাহিম আলী সহ অন্যান্যরা