কালচিনি: হাসিমারা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত এক নয় বর্ষীয় শিশুকন্যা
মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত এক নয় বর্ষীয় শিশুকন্যা। সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের হাসিমারা এলাকায়। বাড়ির সামনে খেলছিল হাসিমারা এলাকার বাসিন্দা অজয় কুমার সাহ এর নয় বর্ষীয় শিশুকন্যা ।একটি বাইক দ্রুত গতিতে এসে শিশুকন্যাকে ধাক্কা দেয় এই ঘটনায় শিশু কন্যা ছিটকে পড়ে যায়। স্থানীয়রা শিশুকন্যাকে উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।