পূর্ব মেদিনীপুর জেলার হাঁসচড়া রাখালরাজ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পচা কুমড়ো,পোকা সোয়াবিন এবং নিন্মমানের ডাল দেওয়ার অভিযোগে অভিভাবকদের একাংশ শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালো।এই প্রসঙ্গে BJPর যুব মোর্চার হাওড়া হুগলি মেদিনীপুর তিন জেলার জোন কনভেনার বিপ্লব মন্ডল শাসক দল তৃণমূলকংগ্রেস ও তার শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছে। তিনি বলেন যেখানে ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিদ্যালয় আসে সেখানে প্রশাসন কেন এতটাই উদাসীন