দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের পাঁচবেড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা,আশঙ্কাজনক ২
ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে পাঁচবেড়িয়ায় সামনে থেকে আসা এক লরির সাথে মুখোমুখি ধাক্কা। মারুতি ছিটকে পড়ে রাস্তার পাশের নয়নজুলিতে,পালিয়ে যায় লরি। জানা যাচ্ছে মারুতিটি পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল। মারুতির ৪ যাত্রীই চন্দ্রকোনা রোডের দাড়িগেড়িয়া এলাকার।