কোচবিহার ১: গাছ ফোটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল কোচবিহারকে স্বেচ্ছাসেবানী সংগঠনের সদস্যরা
গাছ ফোটার মধ্য দিয়ে সমাজ সচেতনতা ও বৃক্ষ রোপনের বার্তা দিল কোচবিহারী সংগঠনের সদস্যরা। মূলত ভাইদের কপালে ফোটা দিয়ে দিদি ও বোনরা যেমন ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে তেমনি ভাই ও দাদারা শপথ নেয় সমস্ত রকম বিপদ থেকে বোন ও দিদিদের রক্ষা করবে। তেমনি এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ ্যোগ কাজকে ফোটা দিয়ে যদি তার দীর্ঘায়ু কামনা করা যায় তাহলে সেই গাছটি বড় হয়ে অক্সিজেন সহ বিভিন্নভাবে আমাদের উপকার করবে।