বর্ধমান ২: সাপের কামড়ে গুরুতর অসুস্থ হল এক মহিলা গ্রামকানলা এলাকায়
সাপের কামড়ে অসুস্থ হল এক মহিলা জামালপুরের গরম কানলা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোক জন জামালপুর হাসপাতালে নিয়ে আসলে বর্ধমান রেফার কড়া হয়।পরিবারের পক্ষ থেকে জানা গেছে ঐ মহিলার নাম বন্দনা রুইদাস।