সুতি ২: হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে লরি! সুতিতে অল্পের জন্য বড় বিপদ এড়ালেন চালক-সহকারী
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল লরি। সোমবার এই ঘটনা ঘটে মুর্শিদাবাদ জেলার সুতি থানার মহেশাইল হাসপাতাল এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলিয়ান থেকে জঙ্গিপুরের দিকে যাওয়া একটি লরি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলির ধারে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তবে সৌভাগ্যবশত, চালক এবং সহকারী চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।