২০২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো করে সভা, মিটিং, মিছিল শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে গোসাবা বিধানসভার অন্তর্গত বেলতলিতে রাজনৈতিক সভা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে একের পর এক আক্রমন করেন এই বিজেপি নেত্রী। পাশাপাশি তিনি বলেন, “ ২০২১ সালে পারিনি, ২০২৪ পারিনি, তবে ২০২৬ সালে আমরাই পারবো সরকার গঠন করতে।