মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে হলে আমারই সাহায্য নিতে হবে, এমন মন্তব্য করে আবারও শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্রসঙ্গত দলবিরোধী কাজের অভিযোগে ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। সাসপেন্ড পর থেকেই ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, রাজ্য রাজনীতিতে আমার গুরুত্ব কেউ অস্বীকার করতে পারবে না।