নারায়ণগড়: মান্না অঞ্চলে বিজয়া সম্মিলনি করলো তৃণমূল কংগ্রেস, উপস্থিত বিধায়ক
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মান্না অঞ্চলে বিজয়া সম্মিলনী করল তৃণমূল কংগ্রেস। মূলত দুর্গাপুজো ও কালীপুজোর পর কর্মীদের চাঙ্গা করা ও সংগঠনকে আরো মজবুত করার উদ্দেশ্য নিয়ে এই বিজয় সম্মেলনী। পাশাপাশি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন বিষয়ে আলোচনা। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, সুকুমার জানা কাউসার আলী সহ অন্যান্যরা।