নাকাশিপাড়া: বেথুয়াডহরীতে বিশাল আকৃতির ময়াল সাপ উদ্ধার করলেন রেসকিউয়ার সনজিৎ ভদ্র
এবার ময়াল সাপ উদ্ধার করলেন রেসকিউয়ার সনজি ভদ্র । বেথুয়াডহরী বুধবার হাটতলায় মেহের বাবুর আম বাগানের উল্টোদিকে একটি গোরস্থানের প্রাচীরের গা ঘেঁষে রাস্তার পাশ দিয়ে দেখা যায় একটি বিশালাকৃতির ময়াল সাপ । প্রায় 11 থেকে 12 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির ময়াল সাপ দেখতে পান এলাকাবাসী । সেই সময় খবর দেওয়া হয় সনজিৎ ভদ্রকে। সনজিৎ ভদ্র সেখানে পৌঁছে যান এবং বিশাল আকৃতি সাপটিকে নিজের আয়ত্তে নিয়ে আসেন ।