পাঁশকুড়া: উত্তরবঙ্গের বন্যার্ত মানুষের সাহায্যার্থে পাঁশকুড়া গোবিন্দ নগর হাটে অর্থ সংগ্রহCPI(M)উপস্থিত DYFI কেন্দ্র কমিটির সদস্য
উত্তরবঙ্গের বন্যার্ত মানুষের সাহায্যার্থে পাঁশকুড়া গোবিন্দ নগর হাটে অর্থ সংগ্রহCPI(M)। সোমবার সকাল ১১ টা নাগাদ পাঁশকুড়া ২ এরিয়া কমিটি উদ্যোগে বন্যা দুর্গত সাহায্যের জন্য অর্থসঙ্গ করা হয়। উপস্থিত ছিলেন DYFIকেন্দ্র কমিটির সদস্য শেক ইব্রাহিম আলী, নাজির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।