লাভপুর: লাভপুরে ব্রাক্ষণপাড়ার 'জে-মার পাঠশালায়' আয়োজিত সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান
দরদ দিয়ে মঞ্চে নাচ,গান,অভিনয় ও কবিতা পরিবেশন করছে কচিকাঁচারা আর মনোযোগ সহকারে তা দেখছেন ও শুনছেন গ্রামবাসীরা।ঠিক তেমনই চিত্র দেখা গেল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের মিরাটি-ব্রাহ্মণপাড়ায়।যেখানে সুসঙ্ঘবদ্ধ ভাবে কচি কাঁচাদের নিয়ে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।আসলে সংশ্লিষ্ট গ্রামে রয়েছে এক অভিনব পাঠশালা,যার নাম 'জে-মার পাঠশালা', দীর্ঘ আড়াই বছর ধরে যে পাঠশালা নিষ্ঠার সঙ্গে চালিয়ে আসছেন গৃহবধূ সূচনা ঘোষ,যিনি প্রিয় ছাত্র।