বান্দোয়ান: বিশালাকার গোখরো উদ্ধার করল বনদফতর রবিবার বান্দোয়ানের কুচিয়া থেকে।
বিশালাকার গোখরো উদ্ধার করল বনদফতর রবিবার বান্দোয়ানের কুচিয়া থেকে। এদিন সকালেই সাপটি স্হানীয় মানুষজনের নজরে আসতেই খবর দেয় বনদফতরে ,কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। বনদফতর জানায় সাপটিকে পর্যবেক্ষণে রাখার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে