কালচিনি: কালচিনি ব্লকের জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে গেল এক পণ্য বোঝাই গাড়ি,আহত চালক
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে গেল এক পণ্য বোঝাই গাড়ি,আহত চালক। কালচিনি ব্লকের ডিমা সেতু সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের ঘটনা। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ পুলিশের তরফে জানা যায় এদিন আসাম থেকে ৩১ নং জাতীয় সড়ক হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে ডিমা সেতু পার করতেই সড়কের ধারে উল্টে যায় পণ্যবাহী গাড়ি। এ ঘটনায় গাড়ির ভেতরেই আটকে যান গাড়ির চালক।বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় গাড়ি থেকে চালককে বের করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় নিমতি ফাঁড়ির পুলিশ।