খয়রাশোল: ভক্তিময় আবহে ভীমগড়ে রাধাগোপীনাথের রাসযাত্রা, হরিবাসরে উপস্থিত বিধায়ক অনুপ সাহা
দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের ভীমগড়ে ইসকন মন্দিরে শুরু হয়েছে শ্রী শ্রী রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব। রবিবার রাতে পূজামণ্ডপ ও মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাড়ে আটটা নাগাদ অনুষ্ঠিত হয় বিশেষ হরিবাসর অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি ভক্তদের সঙ্গে সময় কাটান ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ আলোয় ও ফুলে সজ্জিত করা হয়েছে।