জামপুইজলা: AITT-র ডিপার্টমেন্টে দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্রকে সংবর্ধনা,ঘটনা খুমলুঙ দশরাম গ্রামে
খুমুলুঙ স্থিত দশরাম গ্রামের বাসিন্দা প্রবীর দেববর্মা ও ইলা রানী দেববর্মার ছেলে স্যামুয়েল দেববর্মা সারা ভারতবর্ষের এ আই টি টি ডিপার্টমেন্টে মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রধানমন্ত্রী নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। তাই আজ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্দেশে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, স্যামুয়েল দেববর্মা হাত