কাটোয়া ১: ট্রেনে বসেই কান্না দুষ্টু চক্রের হাত থেকে রক্ষা নাবালিকার, কাটোয়া RPF এর তৎপরতায় উদ্ধার হল নাবালিকা এক বধূ
দুষ্টু চক্রের হাত থেকে ট্রেনে উদ্ধার নাবালিকা, রেলযাত্রীর সতর্কতায় রক্ষাউত্তর দিনাজপুরের ১৪ বছরের নাবালিকা শিয়ালদার যাওয়ার পথে ট্রেনে প্রলোভনের শিকার হওয়ার আগেই RPF-এর কাছে নিরাপদে পৌঁছায়। শুক্রবার কাটোয়া রেলস্টেশন থেকে ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসে ওঠা এক ১৪ বছর বয়সী নাবালিকাকে রেল পুলিশ (RPF) উদ্ধার করেছে। আধার কার্ড অনুযায়ী সে উত্তর দিনাজপুরের দাসকোরা এলাকার বাসিন্দা।