রাজগঞ্জ: কুর্তি চাবাগানে ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে নালায় পড়ে মৃত্যু হল নয়াসাইলি চাবাগানের এক বৃদ্ধের,এলাকায় চাঞ্চল্য
ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে নালায় পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার দুপুর বারোটা নাগাদ নাগরাকাটা ব্লকের কুর্তি চাবাগানের ফ্যাক্টরি অফিসের কাছেই নালার মধ্য থেকে ঐ বৃদ্ধের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম শঙ্কর সিং(৬৮)।বাড়ি নয়াসাইলি চাবাগানের জামুন লাইনে। জানা ঐ বৃদ্ধ গত রবিবার বিকেলে কুর্তি চাবাগানে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এরপর সেই আর বাড়ি ফিরে আসেনি।