নলহাটি ১: বরলা ফুটবল ময়দানে রামকৃষ্ণ সংঘের পরিচালনার অরূপ স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন নলহাটির বিধায়ক
বরলা ফুটবল ময়দানে রামকৃষ্ণ সংঘের পরিচালনার অরূপ স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন নলহাটির বিধায়ক।আজ রবিবার সকাল দশটা নাগাদ নলহাটি থানার অন্তর্গত বরলা গ্রামের বরলা ফুটবল ময়দানে পায়ে ফুটবল মেরে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং । গত বছর এপ্রিল মাসে একটি দুর্ঘটনায় স্থানীয় এক যুবক অরুপ লেটের মৃত্যু হয়, যুবক অরুপ লেটের স্মৃতির উদ্দেশ্যই আজ বরলা রামকৃষ্ণ সংঘের পরিচালনায় এই খেলা।