শালবনি: ২০২৬-এর নির্বাচনের আগে প্রস্তুতি শুরু হয়েছে বিজেপির, শালবনী মন্ডল২ এ আয়োজিত হল পরিবর্তন সভা
২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি, শালবনী বিধানসভায় আয়োজিত হলো পরিবর্তন সভা। শালবনী মন্ডল ২ এর সাত বাঁকুড়া সাত শক্তি কেন্দ্রে আজ বুধবার আয়োজিত হলো বিজেপির পরিবর্তন সভা। এদের বিকেল প্রায় সাড়ে চার টে নাগাদ প্রথমে মিছিল এবং পরে সভা আয়োজিত হয়। ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতোসহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা।