চাকদা: জাল পাসপোর্ট কান্ডে চাকদায় ইডির হানা, তিনজনকে গ্রেফতার করলো ইডি
Chakdah, Nadia | Nov 3, 2025 জাল পাসপোর্ট কান্ডে নদিয়ার চাকদায় ইডির হানা। চাকদা পরারি গ্রামে বিপ্লব সরকার নামে এক কাঠমিস্ত্রির বাড়িতে সোমবার সকালে হানা দিল কেন্দ্রীয় সংস্থা ইডির একটি দল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিপ্লব সরকার সহ তার বাবা ও ভাইকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। উল্লেখ্য বেশ কিছুদিন আগে জাল পাসপোর্ট কান্দে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে সেই সূত্র ধরেই নদীয়া সীমান্তবর্তী এলাকা গেদে সহ চাকদাতে তল্লাশি চালায় ইডি।