তমলুক: থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীর সাহায্যার্থে রামকৃষ্ণগঞ্জ বাজার প্রতিষ্ঠার৭০তম বর্ষে আজ চন্ডিপুরে অনুষ্ঠিত হল মহতী রক্তদান
শারদউৎসবের দিনগুলোতে রক্তের সংকট নিরসনে,থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীর সাহায্যার্থে রামকৃষ্ণগঞ্জ বাজারের প্রতিষ্ঠার ৭০তম বর্ষে আজ চন্ডিপুরে অনুষ্ঠিত হল মহতী রক্তদান শিবির।এই শিবিরের রক্ত নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালের ব্লাড ব্যাংক সংগ্রহ করে বলে জানা যায়। জাতীয় সবুজায়নের লক্ষ্যে সমস্ত রক্তদাতার হাতে একটি করে স্বর্ণ চাঁপা চারা গাছ তুলে দেওয়া হয় চন্ডিপুর রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে