বারাবনী: ছট পুজোর উপলক্ষে আসানসোলে বাইক মিছিল তৃণমূলের
ছট পুজোর উপলক্ষে আসানসোলে বাইক মিছিল কিছুদিন পর ছঠের মহা পর্ব পালন করা হবে তার আগে আজ আসানসোল পৌর নিগমের ৬ নম্বর বোরো চেয়ারম্যান ডাক্তার দেবাশীষ সরকারের নেতৃত্বে আসানসোলের বুধা পেট্রোল পাম্প থেকে কালি পাহাড়ি পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয় এ বাইক র্যালিতে টিএমসি কর্মীরা উপস্থিত ছিলেন এ বিষয়ে ডাক্তার দেবাশীষ সরকার আজ দুপুর ২টায় বলেন যে এখন উৎসবের মরশুম চলছে মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার এই সিদ্ধান্তকে সামনে রেখে এই বা