মাদারিহাট: বীরপাড়ায় স্বনির্ভর গোষ্ঠীর অফিস থেকে চুরি হওয়ার সামগ্রী উদ্ধারের খবর রবিবার জানালেন বীরপাড়া থানার ওসি
বীরপাড়া হাসপাতালের কাছে একটি স্বনির্ভর গোষ্ঠীর অফিস থেকে ২ অগাস্ট গভীর রাতে কম্পিউটার ল্যাপটপ ফ্যান ইউনিফর্ম তৈরির পোশাক সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। অভিযোগ পেয়ে এএসআই স্বপন রায়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, দু'সপ্তাহ আগে বীরপাড়ার হসপিটালপাড়ার নঈম আলিকে গ্রেপ্তার করে। তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তার কাছে কিছু তথ্য পাওয়া যায়। রবিবার রাতে বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান,