নলহাটি ২: কালী হলেও কালী পূজোয় পুজিতে হননা আকালিপুরের বহু প্রাচীন মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্য কালী, শুনুন এর রহস্য
দীপান্বিতা কালীপূজা। সারাদেশে মহা ধুমধাম করে নানা শক্তিপীঠ থেকে সিদ্ধ পিঠে পুজিত হচ্ছেন মা কালী। ব্যতিক্রমী নলহাটি দুই নম্বর ব্লকের মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত বহু প্রাচীন আকালিপুরের মা গুহ্য কালি। সব জায়গায় মা কালীর পুজো হলেও এই কালীর বিশেষ কোনো পূজো হয় না এই দীপান্বিতা অমাবস্যার কালীপুজোতে। নিত্য যে পুজো ,ভোগ, আরতি হয় সেই পুজোই অনুষ্ঠিত হয়। মন্দির চত্বর অন্ধকার হয়ে থাকে ,জ্বালানো হয় না কোন আলোকসজ্জা। এখানে মায়ের দুবার বিশেষ পূজো হয়।