ইংরেজবাজার: মহদীপুরে কালি পুজোর পরের দিন শূকর বধ অনুষ্ঠানে মাতলেন মালদহের যাদব সম্প্রদায়ের মানুষেরা
কালি পুজোর পরের দিন শূকর বধ অনুষ্ঠানে মাতলেন মালদহের যাদব সম্প্রদায়ের মানুষেরা। পূর্ব পুরুষদের রীতি মেনে কালী পুজোর পরের দিন বিকেলে গরু মহিষের পুজো করা হয়। তারপর অশুভ শক্তির বিনাস ঘটাতে গরু দিয়ে একটি শূকর বধ হয়। মঙ্গলবার বিকেলে মালদহের একাধিক প্রান্তে যাদব সম্প্রদায়ের মানুষেরা এই খেলায় তাঁদের গরু মহিষ নিয়ে অংশগ্রহণ করেন। এই খেলায় গরু ও মহিষ শিং দিয়ে গুতিয়ে শূকর বধ করে।