কল্যাণী: বিহার নির্বাচনে বিজেপির জয়ে কল্যাণীতে বিজয় মিছিল বিজেপির, মিষ্টি মুখ ও আতশবাজি সমর্থকদের, উপস্থিত MLA
Kalyani, Nadia | Nov 14, 2025 বিহার নির্বাচনে বিজেপির জয়জয়কার। বিজেপি এবং নীতিশ কুমারের নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট ২০২ আসনে জয়ী হয়েছে এবং আরজেডি কংগ্রেসসহ বাম দলগুলির মহাগডবন্ধন ৩৫ টি আসন পেয়েছে। আর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে বিহারে ৮৯ টি আসন নিয়ে। আর বিহারের এই জয়ে খুশি বাংলার বিজেপি। শুক্রবার বিহারের ফল ঘোষণা হতেই কল্যাণীতে বিজেপির পক্ষ থেকে বিজয় উৎসব। ব্যান্ড, তাশা নিয়ে গেরুয়া আবির মেখে বিজয় উল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা, চলে মিষ্টিমুখ এবং আতবাজী।