বারাসাত ১: মঙ্গলবার মধ্য রাত অব্দি বারাসাতে বড়মার পুজো দিতে ভক্তদের ভিড়
মঙ্গলবার মধ্য রাত অব্দি বারাসাতে বড়মার পুজো দিতে ভক্তদের ভিড় কালীপুজো মানেই বারাসাত। এখানে শুধু জেলা বা রাজ্য নয় দেশের বাইরে থেকে আসেন বারাসাতের কালীপুজোর পুজো মণ্ডপ দেখতে। আর কালীপুজোর পূজা মন্ডপ দেখতে এসে সবার প্রথমে নাম থাকে বারাসাত চাঁপাডালি মোড়ে লরিস স্ট্যান্ডে বড়মার মন্দিরের পুজো। মঙ্গলবার রাত্রি তিনটে নাগাদ বড়মার মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়