চুঁচুড়া-মগরা: সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় প্রানে বাঁচলো শম্ভু রাজভর ঘটনাটি বাঁশবেড়িয়ার
সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় প্রাণে বাঁচলো সম্ভু রাজ্যের। বাঁশবেড়িয়ার ঝুলোনিয়ার বাসিন্দা শম্ভু রাজভর এদিন দুপুরে বাঁশবেড়িয়ার ঈশ্বর গুপ্ত সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। এরপরেই দুই সিভিক ভলেন্টিয়ার এর তৎপরতায় শম্ভু রাজভরকে উদ্ধার করা হয় গঙ্গা থেকে।