হলদিবাড়ি: চ্যাংড়াবান্ধা সংলগ্ন এলাকায় দিনভর অফিযানে মাথাভাঙার এমফি এন্যো❞
মাথাভাঙার এমভিআই ইন্সপেক্টর মিজানুর রহমান শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ছয়টি গাড়ি আটক করেন এবং প্রায় দেড় লক্ষ টাকা সরকারের ঘরে জমা করেছেন। মাথাভাঙার এআরটিও দেবীপ্রসাদ শর্মার নির্দেশে এদিন দিনভর চ্যাংড়াবান্ধা সংলগ্ন এলাকায় এই অভিযান চলে। ওভার লোডিং গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী চার চাকার গাড়িতেও এই অভিযান চলে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৬টি গাড়ির ওপর আইনি পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে যানা গিয়েছে। এদিন দুপুরে কি জানালেন মাথাভাঙার এমভিআই ইন্সপেক্টর মিজানুর