মানিকচক: বন্য প্লাবিত জলের তলিয়ে গেল পাঁচ বছরের কিশোরী, পুলিনটোলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য,উদ্ধার করলো NDRF
বন্য প্লাবিত হয়ে ভাসছে ভুতনি থানার সর্বত্রই। পাঁচ বছর বয়সী এক কিশোরী স্নান করতে গিয়ে পুলিনটোলা এলাকার বন্যার জলে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় এলাকায়। তবে কর্তব্যরত বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তড়িঘড়ি মিনিট কয়েকের মধ্যে ওই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়। জীবিত অবস্থায় উদ্ধার হয় আশফা খাতুন নামে ওই কিশোরী। একের পর এক মৃত্যুর ঘটনার পর এই প্রথম জীবিত অবস্থায় তলিয়ে যাওয়ার পর উদ্ধার করতে সক্ষম হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।