জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর সভা শেষে বেহাল জলপাইগুড়ির ABPC ময়দান, পুজো ঘিরে সমস্যায় উদ্যোক্তারা
মুখ্যমন্ত্রীর সভা শেষে বেহাল ABPC ময়দান, পুজো ঘিরে সমস্যায় উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর সভা শেষ হয়েছে পাঁচ দিন আগে। কিন্তু এখনও ছন্দে ফিরতে পারেনি জলপাইগুড়ির ABPC ময়দান। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে বন্ধ রয়েছে প্রাতঃভ্রমণ ও শিশুদের খেলাধুলা। দুর্গোৎসবের আর মাত্র দু’সপ্তাহ বাকি, তবু মাঠে প্যান্ডেল তোলার কাজ শুরু করতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। চারিদিকে জল ও কাদার কারণে খুঁটি পূজোর মতো পরিস্থিতিও তৈরি করা যায়নি। এলাকাবাসী দ্রুত মাঠকে স্বাভাবিক অবস্থায় ফ