বুধবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর দিনাজপুর কুইজ একাডেমির উদ্যোগে আন্তঃজেলা স্তরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় KGBV-এর দশটি আবাসিকের ছাত্রীরা অংশগ্রহণ করে। আবাসিক মেয়েদের মানসিক বিকাশ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সুভাষগঞ্জ গার্লস স্কুল KGBV হোস্টেলের ছাত্রীরা। অনুষ্ঠানে সর্বশিক্ষা মিশনের আধিকারিক দোলা মৈত্র উপস্থিত ছিলেন।