তেহট্ট ২: বড়নলদহে হাই ড্রেনের কাজ পরিদর্শন বাউর গ্রামে ব্রিজের জন্য এলাকা পরিদর্শন করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য
পলাশীপাড়া বিধানসভার সাহেবনগর পঞ্চায়েতের বড় নলদহ গ্রামে দীর্ঘদিন ধরেই জল নিকাশি ব্যবস্থা বেহাল ছিল এর ফলে ভোগান্তির শিকার হতে হতে এলাকার মানুষকে। অবশেষে বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে বিধায়ক তহবিল থেকে সাড়ে ৩৫০ মিটার হাই ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে হাইড্রনের কাজ সম্পন্ন হয়েছে শনিবার সেই কাজ পরিদর্শন করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। পলাশীপাড়া পঞ্চায়েতের বাউর গ্রামের মানুষের দীর্ঘদিনের বাউর ব্রিজের, সেই এলাকাও পরিদর্শন করেন।