পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে এবার রাজ্যের গ্রামীণ এলাকার ও শহরাঞ্চলে মোট 20,হাজার 30কিলোমিটার নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কারের কাজের সম্প্রতি ভার্চুয়াল শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই তালিকায় পুরুলিয়ার রঘুনাথপুর 2ব্লকের নীলডি গ্রাম পঞ্চায়েতের লছিয়াড়া গ্রাম থেকে সালঞ্চি পর্যন্ত রাস্তার কাজের শুক্রবার দুপুর 1টা নাগাদ ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভারম্ভ করেন রঘুনাথপুর 2পঞ্চায়েত সমিতির সভাপতি ।